চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রোজার বাজার পর্যবেক্ষণে নেমেছে রাঙামাটি প্রশাসন

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙামাটিতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে রাঙামাটি শহরের বনরুপা বাজারসহ প্রধান প্রধান বাজারগুলোতে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নেতৃত্বে রোজার বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামসহ বাজার কর্মকর্তা, ক্যাব নেতৃবৃন্দ, বাজার সমিতির নেতারা।

এ সময় জেলা প্রশাসক বলেন, পবিত্র মাহে রমজান মাসে জিনিসপত্রের দাম যাতে কোনভাবে বেড়ে না যায় সেজন্য আমাদের আজকের এই মনিটরিং। ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সর্তক করেছি। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে ভোক্তা সাধারণকে কোন ভাবে বেশি দামে পণ্য ক্রয় করতে না হয় সে বিষয়ে আমরা তদারকি অব্যহত রাখবো। এখন পর্যন্ত রাঙামাটির বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d