চট্টগ্রাম

রোজা রেখে ফিলিস্তিনের জন্য দোয়ার আহ্বান ফারাজ করিমের

ইসরায়েলের বর্বর নির্যাতনের শিকার ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া কামনায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আল্লাহর জন্য রোজা রাখার আহ্বান জানিয়েছেন দেশের তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

নিজের ভেরিফাই করা অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে রোজা রাখার আহ্বান জানান তিনি।

তার এই কর্মসূচিতে সাড়া দিয়েছেন দেশ-বিদেশের হাজারো মানুষ। পরপর ৩টি ফেসবুক স্ট্যাটাসে হাজার হাজার মানুষ রোজা রাখবেন বলে জানিয়েছেন।

বিশেষ করে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, বগুড়া, রাঙামাটি, কক্সবাজার, ভোলা, নারায়ণগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, খুলনা, পাবনা, বরগুনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভী বাজার, চাঁদপুর, ঝিনাইদহ, গাইবান্ধা, নরসিংদী, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, হবিগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, বাগেরহাট, বরিশাল, মাগুরা, ফেনীসহ দেশের বিভিন্ন জেলা এবং মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েতসহ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ রোজা রাখবেন বলে জানা গেছে।

দেশে-বিদেশে নানা সংকটের মুহূর্তে বিপন্ন মানবতার জন্য কাজ করা তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর আহ্বানে গত ১২ অক্টোবর ঢাকার বারিধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল হাজারো তরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d