চট্টগ্রামরাজনীতি

রোডমার্চের নামে অপরাজনীতি করলে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা : নাছির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশী প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ সরকার এক পাও নড়বে না এবং দেশের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হবে। রোডমার্চ, লং মার্চের নামে কোনো অপরাজনীতি করলে আগামীতে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে।

বুধবার (৪অক্টোবর) বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, ‘বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থাসহ টিসিবির মাধ্যমে ও ওপেন মার্কেট প্রদ্ধতি চালু করে ব্যবসায়ী সিন্ডিকেটকে প্রতিরোধের নিরলস চেষ্টা করে যাচ্ছেন।’

তিনি দলীয় নেতা কর্মীদেরকে জনগণের নিকট সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সঠিক ভাবে তুলে ধরে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় আহ্বান জানান। আর মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের কেউ যেন আগামী দিনের কমিটিতে আসতে না পারে সেজন্য নেতাদের নির্দেশ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ এর সাংসদ এম এ লতিফ বলেন, ইসলামের নামে অশান্তি সৃষ্টি করে উস্কানি দিয়ে দাঙ্গাা-হাঙ্গামা করলে বা ভণ্ডামীর রাজনীতি করলে তাদের ধর্মীয় লেবাস খুলে ফেলতে হবে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজাদ খান অভির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা ছিলেন ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। আরও বিশেষ অতিথি ছিলেন নগর আ. লীগ সদস্য রোটা. মো. ইলিয়াছ, ইপিজেড থানা আ. লীগের সাবেক আহ্বায়ক হাজী হারুন উর রশীদ, বর্তমান সভাপতি হাজী সোলতান নাছির উদ্দিন, সা. সম্পাদক সেলিম আফজল, ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ওয়ার্ড আ. লীগ সভাপতি হাজী আসলাম, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খানসহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d