কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধিদল

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধিদল। পরে ক্যাম্প-৪ (এক্সটেনশন) ব্লক-বি/১ এ অবস্থিত রোহিঙ্গাদের বসবাসের শেডগুলো পরিদর্শন করেন।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলে ছিলেন ড. ইমন চৌধুরী (বাংলাদেশ), মাইকেল সুনিও মিওয়া (যুক্তরাষ্ট্র), ফুয়াদ হাসান মল্লিক (বাংলাদেশ), মুহাম্মদ ফেরদৌস (বাংলাদেশ), রদ্রিগো মিগুয়েল মার্টেল ওরিহুলা (পেরু), গঞ্জালো মন্টোয়ো (আর্জেন্টিনা), আলেজান্দ্রা কর্টেজ পাজ (বলিভিয়া), জার্জ এনরিক মুটিস (যুক্তরাষ্ট্র), কিয়ানের ঝু (চীন), কোতারো ত্রিস্তান কামাতা (চীন), হাফসা আবিদি (যুক্তরাষ্ট্র), ইউহুই ইয়াং (চীন), সিচাং হুয়াং (চীন), কেলি ঝাও (কানাডা), জেসিকা শেক্সেরা (যুক্তরাষ্ট্র), নশীন মুফারত (বাংলাদেশ), মুনেম শাহরিয়ার গালিব (বাংলাদেশ), রুফাইদা আনাম রাইতা (বাংলাদেশ), ফয়সাল হোসেন (বাংলাদেশ), সেরাজুস সালেকিন (বাংলাদেশ), প্রশান্ত সেন (বাংলাদেশ), লামিয়া আলী পাংটি (বাংলাদেশ), শাহ-মা- অরুসা শ্রেষ্ঠা (বাংলাদেশ), তানভী আজমী দোলা (বাংলাদেশ), নুসরাত জাহান অনিতা (বাংলাদেশ), ফারহানা লাবিব হোসেন (বাংলাদেশ) ও শেখ আশরাফ হোসেন হাবিব (বাংলাদেশ)।

এপিবিএনের দেয়া তথ্যনুসারে, দলটি ৪ নম্বর ক্যাম্পে পৌঁছার পর ব্র্যাক পরিচালিত বাঁশ শোধনাগার পরিদর্শন করে। এরপর তারা একই ক্যাম্পের ব্লক-বি/১-এতে যায়। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের জীবনমান সম্পর্কে ধারণা নেয়। পরে যায় ব্লক এইচ/১ এ শিক্ষাকেন্দ্রে। যেখানে ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।

প্রতিনিধি দলটি ক্যাম্প পরিদর্শন শেষে বিকাল ৪টার দিকে বড়ইতলী হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন। প্রতিনিধি দলের পরিদর্শনকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪ এপিবিএন এর ভেন্যু প্রটেকশন পার্টি ও স্কর্ট পার্টি সার্বক্ষণিক প্রতিনিধি দলের সাথে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d