পার্বত্য চট্টগ্রাম

লংগদুতে বিজিবির অভিযানে গামারী কাঠ জব্দ

রাঙামাটির লংগদু উপজেলায় বিজিবির অভিযানে ৫০.৯৩ সিএফটি গামারী কাঠ জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সদস্যরা উপজেলার বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৫০.৯৩ সিএফটি অবৈধ গামারী কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৬ হাজার টাকা।

জানা যায়, রাজনগর বিজিবি জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম (এসপিপি) এর নির্দেশনায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ রেখে পালিয়ে যায়। জব্দকৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d