লতিফপুর কিচেন মার্কেট নিয়ে সিডিএর পরিকল্পনা
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রস্তাবিত প্রকল্প লতিফপুর কিচেন মার্কেট ও সলিমপুর আবাসিক এলাকা পরিদর্শন করেছেন যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
শনিবার (৬ জুলাই) দুপুরে স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুনকে সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এর আগে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.বি.এম আবুল কাশেম মাষ্টারের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মুনাজাত শেষে বর্তমান সংসদ সদস্য এস.এম আল মামুনের বাসভবনে মতবিনিময় করেন তিনি।
এ সময় সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, সলিমপুর সিডিএ আবাসিক এলাকাকে আধুনিকায়নসহ রাস্তাঘাট উন্নয়ন ও প্রায় এক বর্গকিলোমিটারের লেক পরিকল্পিতভাবে সাজানো হবে। লেক সকলের জন্য উন্মুক্ত থাকবে। যাতে করে সকলে পরিবশেবান্ধব এ লেকে ঘুরতে পারেন।
সম্প্রতি উচ্ছেদ করা লতিফপুর কিচেন মার্কেট নিয়ে তিনি বলেন, এখানে আমরা একটি পরিকল্পিত মার্কেট গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছি। এখানে আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে।
তিনি এসব প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতাও কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ এস এম আল মামুন, সিডিএ এর প্রধান প্রকৌশলী কাজী হাছান বিন শামস্, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওসমান, সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্সিলর জহুরুল আলম জসিম, প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নারী কাউন্সির তসলিমা নুর জাহান, সিডিএ সহকারি প্রকৌশলী পারভেজ আহাম্মদ, উপ সহকারী প্রকৌশলী কামরান রেজা, এষ্টেট অফিসার আলমগীর খান, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন পিপিএম, ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, ছলিমপুর চেয়ারম্যার সালাহ উদ্দিন আজিজ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন।