বিনোদন

‘লাল সালাম’ নিয়ে ফিরছেন রজনীকান্ত

মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘লাল সালাম’র ট্রেলার। ইউটিউবে ট্রেলার মুক্তির পরপরেই নেটিজেনরা পঞ্চমুখ হয়ে প্রশংসা করছেন এ সিনেমার।

আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। সুপারস্টার রজনীকান্তকে এ সিনেমায় দেখা গেছে তার চিরচেনা রূপে।

এ সিনেমায় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে রজনীকান্ত। তাই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি।

গত বছরের মার্চে শ্যুটিং শুরু হয়েছিল সিনেমাটির। যা শেষ হয় আগস্টে। স্পোর্টস-ড্রামা জনরার এ সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিগনেশ, বিক্রান্তসহ প্রমুখ।

সংগীত পরিচালনায় আছেন এ আর রহমান। লাইকা প্রডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির পরিবেশক হিসেবে রয়েছে রেড জায়ান্ট মুভিজ।

রজনীকান্তের ভক্ত-অনুসারীরা মনে করছেন, বরাবরের মতোই সুপারহিট হবে এটি। গত বছর দীপাবলিতে টিজার মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহে রয়েছে লাল সালাম। সিনেমাটির ডিজিটাল সত্ত্ব বিক্রি হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও সান টিভিতে।

উল্লেখ্য, গতবছর ব্লকবাস্টার ‘জেলার’ সিনেমায় সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল এই বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d