খেলা

লা লিগার ৩৬তম শিরোপা উঠলো রিয়ালের হাতে

নিজেদের মাঠে কাদিসকে হারিয়ে ১ পয়েন্টের অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ। সেই অপেক্ষার পালা ফুরাতে বেশি সময় লাগল না তাদের। দিনের পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হারে লিগ শিরোপা পুনরুদ্ধার করল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার (৪ মে) কাদিসকে ৩-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায় রেয়াল। তখন পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা আড়াই ঘন্টা পর জিরোনার মাঠে হারে ৪-২ গোলে।

চার ম্যাচ হাতে রেখেই লা লিগার চ্যাম্পিয়ন হয়ে গেল রেয়াল। স্পেনের শীর্ষে লিগে এটি তাদের ৩৬তম শিরোপা। সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল মাদ্রিদের দলটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি।

৩৪ ম্যাচে ২৭ জয় ও ৬ ড্রয়ে রেয়ালের পয়েন্ট ৮৭। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে জিরোনা, ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

রিয়াল ও জিরোনার মাঝে ব্যবধান এখন ১৩ পয়েন্টের। রেয়াল যদি তাদের বাকি চার ম্যাচে হারে এবং জিরোনা নিজেদের চার ম্যাচে জেতে, তবুও রেয়ালকে ছুঁতে পারবে না তারা।

এবারের আগে সবশেষ রিয়াল লা লিগা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। এক মৌসুম পরই মুকুট পুনরুদ্ধার করল তারা।

এই মৌসুমে রেয়ালের লিগ জয় বিশেষ কিছুই। কেননা, মৌসুমের শুরু থেকে একের পর এক ফুটবলার ছিটকে পড়েন চোটের কারণে। অনেক ম্যাচেই জোড়াতালি দিয়ে একাদশ সাজাতে হয় কোচ আনচেলত্তিকে। মূল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে প্রায় পুরোটা সময়ই পায়নি তারা। তার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ইউক্রেইনের গোলরক্ষক আন্দ্রি লুনিন, যিনি ছিলেন মূলত তৃতীয় পছন্দের গোলরক্ষক!

চোট কাটিয়ে শনিবার কাদিসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমে প্রথমবার রেয়ালের পোস্টে দাঁড়ান কোর্তোয়া। ফেরার দিনেই লিগ জয়ের স্বাদ পেয়ে গেলেন বেলজিয়ান গোলরক্ষক।

দুই মেয়াদে রেয়ালের কোচ হিসেবে আনচেলত্তি জিতলেন ১২টি ট্রফি- দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি উয়েফা সুপার কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ।

রেয়ালের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডে কারিম বেনজেমা ও মার্সেলোর পাশে বসলেন নাচো ফের্নান্দেস ও লুকা মদ্রিচ; প্রত্যেকের ২৫টি করে।

রেয়ালের এবারের লিগ জয়ে বড় অবদান রেখেছেন জুড বেলিংহ্যাম। মাদ্রিদে অভিষেক মৌসুমেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। শনিবার কাদিসের বিপক্ষে বদলি নামার দুই মিনিট পরই গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার।

লিগে এখন পর্যন্ত ২৬ ম্যাচে বেলিংহ্যামের গোল ১৮টি। দুই গোল বেশি করে তার ওপরে আছেন কেবল জিরোনার আর্তেম দোভিক। তবে ২০টি গোল করতে বেলিংহ্যামের চেয়ে ৬ ম্যাচ বেশি খেলেছেন তিনি।

চলতি মৌসুমে রেয়ালের ট্রফি হলো দুটি। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমে প্রথম ট্রফির স্বাদ পায় তারা।

এবার কোপা দেল রেতেই শুধু ভালো করতে পারেনি আনচেলত্তির দল, শেষ ষোলোয় নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যায় তারা।

মৌসুমে আতলেতিকো ছাড়া আর কেউ হারাতে পারেনি রেয়ালকে। দিয়েগো সিমেওনের দলই দুবার হারিয়ে দেয় আনচেলত্তির দলকে, দুবারই আতলেতিকোর ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে। গত সেপ্টেম্বরে লা লিগায় ম্যাচে ৩-১ গোলে হেরেছিল রেয়াল।

মৌসুমে আরও একটি শিরোপার হাতছানি রেয়ালের সামনে- চ্যাম্পিয়ন্স লিগ। সেই অভিযানে সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ ড্র হয়েছিল।

দ্বিতীয় লেগের আগে লা লিগা জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস আরও বাড়াবে রেয়াল মাদ্রিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d