খেলা

লিটন-শান্তদের নিয়ে যা বললেন হাথুরু

বিশ্বকাপ খেলার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল-সাকিবদের বিশ্বকাপ অভিযান।

কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে দুই দফায় ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এ নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের বিবর্তনটা কাছ থেকেই দেখেছেন শ্রীলঙ্কান এই কোচ। কেমন হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল?

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাথুরু বলেন, ‘শান্ত আমাদের নেতা। খুবই ভালো একজন নেতা। তার নেতৃত্বগুণেই আমরা খেলব। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আনন্দফূর্তি করলেও, যখন মাঠে নামে খুবই লড়াকু মানসিকতা দেখায়। বিশ্বকাপে প্রথমবার নেতৃত্বের বাহুবন্ধনী পাওয়ায় তার কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি নিশ্চিত সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

এবারের আসরে তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। এই গতিতারকা সবার কাছে জনপ্রিয় বলে জানান হাথুরু, ‘তাসকিন খুবই আবেগপ্রবণ মানুষ। সে যেদিন মনের দিক থেকে ভালো থাকে আমরা তার কাছ থেকে সেরাটা পাই। খেলোয়াড় এবং কোচদের কাছেও খুবই জনপ্রিয় সে। সব সময় চেষ্টা করে দলকে সেরাটা দিতে এবং নিজের উন্নতি করতে। পাশাপাশি সে দুর্দান্ত একজন মানুষও।’

সাম্প্রতিক সময়ে রানখরায় ভুগছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। তবে বিশ্বকাপে তিনি তার স্বমহিমায় ফিরবেন বলে আশা টাইগার কোচের, ‘লিটন আমদের শীর্ষ ব্যাটারদের একজন। এই বিশ্বকাপে তার ব্যাট থেকে বড় কিছু প্রত্যাশা করছি। ঈশ্বর প্রদত্ত একজন মেধাবী ব্যাটার। যেকোনো পজিশনে সে আমাদের অন্যতম একজন ফিল্ডার। যদিও মাঠের বাইরে কিছুটা শান্ত, তবে খেলাটা ভালো বুঝতে পারে। আর কৌশলগত দিক থেকেও দলকে সমর্থন দেয়।’

হৃদয়কে নিয়ে হাথুরুর মন্তব্য, রোমাঞ্চকর এক তরুণ খেলোয়াড়। সাধারণ স্টেরিওটাইপ ক্রিকেটের চেয়ে তার ধরনটা আলাদা। সে খুব প্রতিভাবান, উদ্ভাবনীতে খুব পটু। হৃদয়ের সবকিছুই খুব গতিময়। ওর অনুভূতি, হাঁটাচলা, কথা বলা; সবকিছুই গতিময়। আমার মনে হয়, খুব প্রতিভাবান একজন টি-টোয়েন্টি খেলোয়াড়।

আর তানজিদ তামিমকে নিয়ে বলেন, তামিমকে নিয়ে খুব রোমাঞ্চিত। আমার মনে হয়, একজন ব্যাটসম্যান হিসেবে তার সামনে বিশাল ভবিষ্যৎ পড়ে আছে। তার খেলার জন্য অনেক সময় আছে। যখন সে ব্যাটিং করে, এটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়, মনে হয় অন্যদের চেয়ে তার হাতে সময় অনেক বেশি। তরুণ এবং রোমাঞ্চকর ব্যাটসম্যান। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d