লোহাগাড়ায় আগুনে পুড়েছে বসতঘর, মোটরসাইকেল
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে একটি সেমিপাকা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৮ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বুধবার (৮ অক্টোবর) রাত টার দিকে দরবেশহাটের দক্ষিণে দয়ারবর পাড়ার নুরুল আলম নুরুর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত নুরুল আলমের ছেলে মোহাম্মদ হোসেন বলেন, সন্ধ্যার দিকে বাড়ি তালাবদ্ধ করে পরিবারের সবাই পাশের বাড়ির অসুস্থ চাচাকে দেখতে যায়।
এসময় স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে আমাদের খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বাড়িতে থাকা নগদ দুই লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, মাত্র এক মাস আগে আমি বিয়ে করেছি। বাড়িতে নতুন আসবাবপত্র, স্ত্রীর স্বর্ণালংকার ও কাপড়চোপড় ছিল। একটি মোটরসাইকেলও ছিল। মুহূর্তের মধ্যে আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এতে আমার ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রুবেল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।