চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় মসজিদে ঢুকে মুসল্লির ওপর হামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধের জেরে মসজিদে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছালেহ আহম্মদ (৬৭) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজঘাটা সাচি বলির বাড়ির মৃত আবদুল মোতালেবের পুত্র।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজঘাটা জামে মসজিদের ভেতরে সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী ছালেহ আহমদ বাদী হয়ে আজ শনিবার ৪ জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন— আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার মো. ছাদেক (২৮), মো. সোহেল (৪৫), মো. জোনায়েদ আহম্মদ (৪০) ও গিয়াস উদ্দিন (৩৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিপক্ষদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত ছালেহ আহমদের বিরোধ চলে আসছে। ঘটনার দিন মসজিদের ইমামের কাছ থেকে মাইকের স্পিকার কেড়ে নিয়ে আসামি গিয়াস উদ্দিন বৃদ্ধ ছালেহ আহমদের পরিবার নিয়ে বাজে মন্তব্য করলে বাধা প্রদান করা হয়।

এরপর আসামিরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে মসজিদের ভেতর বৃদ্ধের ওপর হামলা করেন। এতে বৃদ্ধের ৩টি দাঁত সম্পূর্ণ বিচ্ছিন্ন ও শরীরের বিভিন্নস্থানে জখম হয়। এছাড়া আসামিরা বৃদ্ধের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আসামিদের কবল থেকে আহত বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে জানান, মসজিদের ভেতর বৃদ্ধের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d