চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় যুবলীগকর্মীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে এক প্রবাসীর জায়গা দখলের অভিযোগ উঠেছে তৌহিদুল হক নামে এক যুবলীগকর্মীর বিরুদ্ধে।

এ নিয়ে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার বটতলী স্টেশনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনছার খানম।

সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য রোখসানা আকতারসহ আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

অভিযুক্ত তৌহিদুল হক লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড পুরাতন থানা এলাকার মৃত জেয়াবুল হকের পুত্র। তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও কোনও পদ-পদবি পাননি।

লিখিত বক্তব্যে আনছার খানম বলেন, ১৫ বছর আগে লোহাগাড়া সদর ইউনিয়নের নজমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বশির আহমদ নামে এক ব্যক্তির কাছ থেকে ৭ শতক জায়গা কেনেন আমার স্বামী সৌদিআরব প্রবাসী নুরুল কাদের। সেই সময়ে জায়গার চারদিকে ১০ ফুট উচ্চতার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়, যা এখনো রয়েছে। এছাড়া নিয়মিত জমির খাজনা পরিশোধ করে ওই জায়গায় দখলে আছি আমরা।

আনছার খানম বলেন, আমি ও আমার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করার সুযোগ নিয়ে রাতের আঁধারে আমাদের কেনা জায়গার একাংশে গেইটের তালা ভেঙে ও গাছ কেটে পানি চলাচলের নালা নির্মাণ করেন কথিত যুবলীগ নেতা তৌহিদুল হক। এ ঘটনায় গত ১৪ জুন আমি তৌহিদুল হকসহ ৬ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করি।

তিনি আরও বলেন, অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার থানা পুলিশ তাদেরকে ডাকলেও তারা হাজির হয়নি। বরং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমার স্বামীর কেনা জায়গার উপর দিয়ে গোপনে তৈরিকৃত পানি চলাচলের নালার পাশে স্থায়ীভাবে চলাচলের রাস্তা নির্মাণের উদ্দেশ্যে রাতের আঁধারে মাটি ভরাট করেছে তারা।

আনছার খানম বলেন, গত ১৭ জুন পবিত্র ঈদুল আযহার রাতের আঁধারে সকলের ব্যস্ততার সুযোগে তৌহিদুল হক তার দলবল নিয়ে আমাদের জায়গার চারপাশে দেওয়া সীমানা প্রাচীরের এক প্রান্তে গেইট ভেঙে ও অন্য প্রান্তে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। সেই সাথে তারা গেইট চুরি করে নিয়ে যায়। যার কারণে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদুল হক একুশে পত্রিকাকে বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি জায়গা দখলের সাথে কোনোভাবেই জড়িত নই। ওনার জায়গা আলাদা আর আমার জায়গা আলাদা। তারা কী কারণে সংবাদ সম্মেলন করেছে আমি নিজেও জানি না। এ বিষয়ে আগামীকাল আমি সংবাদ সম্মেলন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d