‘শহর পরিষ্কার করতে মেয়র হয়েছি, চেয়ারে বসে থাকতে নয়’
জেলা পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করে নাগরিকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নিয়তে মেয়র হয়েছি, শুধু চেয়ারে বসে আয়েশ করতে মেয়র হইনি। আমি কাজের মানুষ, কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই’
রোববার (০৮ অক্টোবর) বিকালে ফেনী পৌরসভা মিলনায়তনে শহরের বিভিন্ন রুটের অটোরিকশা ভাড়া পুনঃনির্ধারণ ও পৌর সিএনজির বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ফেনী শহরের বিভিন্ন রুটের জন্য নতুন করে রিকশা ভাড়া নির্ধারণ করা হয় এবং পৌর সিএনজির বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন মেয়র। শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, রবিউল হক রবি, আবু তাহের ভূঞাঁ, মোহাম্মদ শাহাদাত হোসেন, দিলদার হোসেন স্বপন, আরিফুল আমীন রিজভী ও জমিরবেগসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।