চট্টগ্রামধর্ম

শাহাদাতে কারবালা মাহফিল শুরু সোমবার

আহলে বায়তে রাসূলের স্মরণে প্রতিবছরের মতো সোমবার (৮ জুলাই) শুরু হচ্ছে ১০ দিনের আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ।

নগরের দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদে মাহফিল চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন আসর নামাজের পর থেকে মাহফিল শুরু হবে।

মাহফিলে আহলে বায়তে রাসূলের মান-মর্যাদা নিয়ে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখরা আলোচনা করবেন।

বুধবার (৩ জুলাই) রাতে জমিয়াতুল ফালাহ মসজিদের সম্মেলন কক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন, খুরশিদুর রহমান, সিরাজুল মোস্তফা, আবদুল হাই মাসুম, অধ্যাপক ড. জাফর উল্লাহ, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, দিলশাদ আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শফি, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, জাফর আহমেদ সওদাগর, মাহবুবুল আলম শাহজাদা মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন।

খতিবে বাঙাল মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরি ১৯৮৬ সালে জমিয়াতুল ফালাহ কমপ্লেক্স প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজরী নববর্ষ, মাহে মুহররম ও আহলে বায়তে রাসূলের স্মরণে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় এ বছর ৩৯তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে। এবারের মাহফিলে দেশ ও বিদেশের উলামা-মাশায়েখ, শিক্ষাবিদ, গবেষক, ইসলামি চিন্তাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মন্ত্রী, সরকারি বেসকারি ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক হিসেবে অংশ নেবেন।

ইরাকের বাগদাদ শরিফের বড় পীর হজরত আব্দুল কাদের জিলানির (র.) আওলাদ আশ্-শাইখ আস্-সৈয়দ আল্লামা আফিফুদ্দিন আল্ জিলানি আল বাগদাদি, কায়েদে মিল্লাত শাহ সুফি মাহমুদ আশরাফ আস-সিমনানি, শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নূরানি মিয়া আশরাফি, হজরত সৈয়দ আশরাফ আল আশরাফি, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি আহলে বায়েতের স্মরণে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d