শিক্ষাক্রমে বাড়িতে রান্না করে স্কুলে খাবার আনার নিয়ম নেই
শিক্ষার্থীদের বাড়ি থেকে রান্না করে স্কুলে নেয়ার কোনো নিয়ম নতুন শিক্ষাক্রমে রাখা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। এসময় শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে রান্না শেখার গুরুত্বও তুলে ধরেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, জীবন ও জীবিকা পাঠ্যবইয়ের সবগুলো অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় হলো রান্না। এ বিষয়ে ধারণা রাখা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষার্থীরা এই বিষয়টি উপলব্ধি করতে পারে না।
তিনি আরও বলেন, পুরো শিক্ষাবর্ষে একদিন বনভোজন বা পিকনিক করে স্কুল শিক্ষার্থীদের রান্নাবান্না শেখার কথা বলা আছে। যেসব শিক্ষক কোচিং নিয়ে ব্যস্ত তাদের কেউ কেউ বাসা থেকে রান্না করিয়ে এনে পুরো বিষয়টাকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।
ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে কোনো পরীক্ষা রাখা হয়নি, এটি মিথ্যা প্রচার বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী। প্রতিদিন শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে গ্রুপ ওয়ার্কসহ সার্বিক বিবেচনায় মূল্যায়ন করা হবে। এ বিষয়ে নভেম্বরে একটি অ্যাপ চালুর কথাও সংসদে জানান শিক্ষামন্ত্রী।