চট্টগ্রামমীরসরাই

শিক্ষার্থীর অংশগ্রহণে সমমনার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রাচীনতম সামাজিক সংগঠন সমমনার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সমমনা বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উদ্দিন স্মৃতি ২৭তম মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একইদিন পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

তিনি বলেন, এ ধরণের প্রতিযোগিতামূলক শিক্ষা বাচ্চাদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসা সহায়তার কথা উল্লেখ করে সমমনা সংঘের প্রচার ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন বলেন, আমরা প্রক্যেক বছরের ন্যায় এবারও শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এছাড়াও ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩ শতাধিক লোকজনকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সমমনা সংঘের সভাপতি সোহরাব হোসেন টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জামসেদ আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ও মিরসরাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী ।এছাড়াও সমমনা সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে অথিতিরা খৈইয়াছরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধা শিক্ষাবৃত্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d