রাজনীতি

শেখ মুজিবের বাড়িতে যেতে দেয়া হচ্ছে না কাউকে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের জাদুঘরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বাড়িটির আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।

ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ব্যক্তিরা কেউ এলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পরিচয়পত্রও দেখতে দেখা গেছে অনেকের।

শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন তল্লাশি করছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

কয়েকজনকে ধাওয়া দিতে ও মারধর করতেও দেখা গেছে। ৩২ নম্বর সড়কের মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সাধারণত এই দিনে আওয়ামী লীগ ভোজের আয়োজন করতো, দুঃস্থ মানুষদেরকে সহায়তা করতো, দিনভর মাইকে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ চালাতো। এমনকি, আগের দিন রাত থেকেই রাস্তা আটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d