শেখ রাসেলের জন্মদিনে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বস্ত্র বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে গরীব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নগরের পাথরঘাটার পুরাতন ফিশারীঘাট এলাকায় ২৫০জন গরীব-অসহায়দের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্রতিটি প্যকেটে ছিল শার্ট ও শাড়ি।
বস্ত্র বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন, জাতির পিতার সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৬০ তম জন্মদিন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। এ দিবস পালনের মাধ্যমে শেখ রাসেলের বেড়ে ওঠা, মানবিকতা, উদারতা, অতিথিপরায়ণতা এবং তার দশ বছর জীবনের জীবন সংগ্রাম এসব কিছু আমরা তুলে ধরতে চাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে। শেখ রাসেলের নির্মল, দুরন্ত ও প্রাণবন্ত শৈশব প্রত্যেক শিশুর কাছে তুলে ধরতে এবং প্রতিটি শিশুকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও নির্ভীক সোনার মানুষে পরিণত করতেই এ উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ সিদ্দিক, ফরহাদ আবদুল্লা, মো. ইসমাইল, মঈনুদ্দিন মাইনু, আমিনুর রহমান সায়েম, মারুফুল ইসলাম মারুফ, ইমরান, শহীদুল্লাহ শহীদ, অপু দাশ, মাকসুদুর রহমান, সৈয়দ সুলতান ফাহিম, হারুনুর রশিদ সামিউল, শহীদুল ইসলাম শহীদ, মাহমুদুল ইসলাম রাসেল, জয় দাশ ঠাকুর প্রমুখ।