সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ, উপজেলা নির্বাচন শুরু ৪ মে
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। এছাড়া চার ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ৪ মে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব কথা জানান।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে জোট অনুযায়ী মহাজোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে দুটি আসন। আগামী ৪, ১১, ১৮ ও ২৫ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত। বিস্তারিত তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে।