রাজনীতি

সংসদ নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘সদ্য অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনের চেয়েও বেশি অনিয়ম হয়েছে গত পার্লামেন্ট নির্বাচনে। ১০-১৫ জন, ২০ জন নারী এনে ৫০০ টাকা করে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কোনো অফিসার কিংবা আমরা গেলেই নারীদের দাঁড় করিয়ে দেখানো হয়। ভোট হয়েছে এই সিস্টেমে। মিথ্যা কথা বলেছি?…না।’

শুক্রবার (৭ জুন) বিকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন কাদের মির্জা।

তার বক্তব্যটি দলের নেতাকর্মীরা ফেসবুকে লাইভে প্রচার করার ফলে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার দেওয়া বক্তব্যটি।

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে (উপজেলা পরিষদ) উনারা (কাদের মির্জার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী) অনিয়ম করেনি? চর কাঁকড়ার ৭ নম্বর ওয়ার্ডে এক ছেলে আমাদের সঙ্গে থেকে ১০০ ভোট একসঙ্গে মেরেছে দোয়াত-কলম প্রতীকে।’

গত জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের কথা বলতে গিয়ে কাদের মির্জা বলেন, ‘নোয়াখালীর কোম্পানীগঞ্জে টাকা দিয়ে নারীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d