চট্টগ্রাম

সড়ক আটকে শোডাউন, ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় প্রতীক নিয়ে প্রচারণার প্রথম দিন আজ সোমবার আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করা হয়েছে। একই কারণে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উভয়কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। নইলে বিধি মতে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা যায়, সোমবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে মিছিল করে চেয়ারম্যান প্রার্থী এমএ মান্নান চৌধুরীর সমর্থকেরা। বাজারের দক্ষিণ পাশে মিছিল করে কাজী মোজাম্মেল হকের অনুসারীরা। উভয় প্রার্থীর সমর্থকদের জমায়াতের কারণে সড়কে যান চলাচলের পাশাপাশি ভোগান্তির শিকার হন সাধারণ লোকজন।

পরে জন ভোগান্তি সৃষ্টির অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রামাণিক। অপরদিকে একই কারণে তাদের দশ হাজার টাকা করে জরিমানা করেন আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d