সরকারকে ধন্যবাদ জানাল বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি
দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি।
গতকাল শনিবার কমিটির স্থায়ী পরিষদের সভাপতি ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, কমিটির ভাইস চেয়ারম্যান এসএম নুরুল হক, মহাসচিব এইচএম মুজিবুল হক শাকুর, যুগ্ম মহাসচিব মুহাম্মদ ইব্রাহিম ও নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়েজুর রহমান গণমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ধন্যবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দ্রুত সময়ে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। যা জনআকাক্সক্ষার প্রতিফলনও বটে। জনগণের পাল্স বুঝে সঠিক সময়ে এমন ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, সরকারের এ সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় কমবে। সামগ্রিকভাবে দেশের মানুষ উপকৃত হবে।
জ্বালানি তেলের পাশাপাশি বিদ্যুৎ, পানি ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা অতীব জরুরি উল্লেখ করে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নেতারা আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধে অবিলম্বে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা দরকার। এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, চট্টগ্রামের গর্ব ও অহংকার, দেশের একমাত্র নোবেল জয়ী ব্যক্তি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করছি।