লাইফস্টাইল

সরকারি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়, আসামে নির্দেশনা জারি

নিজস্ব ধর্মীয় আইন যাই হোক, সরকারের অনুমতি ছাড়া আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে ভারতের আসাম রাজ্য সরকার। বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভা। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কোনো সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে উপযুক্ত ছাড়পত্র নিতে হবে। অন্যথায় সরকারি কর্মীদের মোটা অঙ্কের জরিমানা করা হবে। এমনকী তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হবে।

ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, মুসলিম পার্সোনাল ল’ (Muslim Personal Law) কী বলছে, সেটা এক্ষেত্রে গুরুত্বহীন।

হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসম সরকার ইতোমধ্যেই দুই সন্তান নীতি চালু করেছে। ২০১৯ সালেই অসম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন পাশ করায়।

যাতে বলা হয়েছে, ২০২১ সালের পর যে সব দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাদের সরকারি চাকরি দেয়া হবে না। শুধু তাই নয়, এখন যারা সরকারি চাকরি করছেন, তাদেরও খেয়াল রাখতে হবে যাতে দুইয়ের বেশি সন্তান না হয়। অন্যথা হলে তাদেরও চাকরি নিয়ে টানাটানিতে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d