চট্টগ্রামস্বাস্থ্য

সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা জানাল সন্ধানী চমেক ইউনিট

সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা জানিয়েছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। সোমবার আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক রক্তদাতা সম্মাননা-২০২৩’। এবছর ৭০ বার রক্তদানের জন্য সম্মাননা পেয়েছেন এ.এ.কে নোমান আব্বাসী। এছাড়াও নিয়মিত রক্তদানের জন্য আরও অনেক স্বেচ্ছায় রক্তদাতাকে সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় সন্ধানী চমেক ইউনিটের পক্ষ থেকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজী বিভাগের বিভাগীয় প্রধান এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার-উল-হক, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, চট্টগ্রাম জোনের সভাপতি ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. শুভ্র প্রকাশ দত্ত, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের আজীবন সদস্য এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনূস চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. এ ইউ এম সলিমুল্লাহ, ডা. রেজাউল হক টিপু, ডা. মো. নাজিম উদ্দীন, ডা. মো. ইরফানুল আলম, ডা. তারেক ইমাম জেমস, ডা. রিপন কান্তি দাস , ডা. তানজিমা নাসরিন উর্মি ,ডা. মো. রোমানুল ইসলাম, ডা. তাসনোভা হাসান, ডা. তাহিয়্যা করিম রামিসা, ডা. সাদিয়া ইসলাম আসিফা, ডা. আসমাউল হুসনা রিমা, ডা. লাবণ্য দে, কেন্দ্রীয় প্রতিনিধি ডা. আমজাদ হোসেন বাবু, সভাপতি উপমা ধর, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম আরমান, সহ সাধারণ সম্পাদক উম্মে আফসানা কেয়া, সাংগঠনিক সম্পাদক আরাফান জাহান জীম একঝাঁক সন্ধানীয়ানসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. মো. ওমর ফয়সাল এবং সাংগঠনিক সম্পাদক আরাফান জাহান জীম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ধানী তার সূচনালগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচানোর পাশাপাশি ছাত্রসমাজ ও জনসাধারণকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচীর মাধ্যমে রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে। এছাড়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন সমৃদ্ধ করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কর্মশালা আয়োজন করে যাচ্ছে সন্ধানী।

সন্ধানীর নিয়মিত কার্যক্রম গুলোকে সুন্দর ও সমৃদ্ধ করার জন্য ডা. নাঈমা আক্তার ব্লাড সাপোর্ট ফান্ড, একে খান ফাউন্ডেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগ, পরিপাকতন্ত্র ও লিভার ব্যাধি বিভাগ, এনেসথেসিওলজি এবং আই সি ইউ বিভাগ কে বিশেষ সন্মাননা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেরিন একাডেমি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, মেরিন ফিশারিজ একাডেমি সহ যেসব প্রতিষ্ঠান সন্ধানীর পথচলাকে সহজ করেছে তাদেরও সম্মাননা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d