জাতীয়

সাকিবের কলে রেললাইন মেরামত, অল্পের জন্য রক্ষা

ঢাকা: রেললাইনের কিছু অংশ ভেঙে গিয়ে রেললাইন ফাঁক হয়ে আছে। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে’- বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন সাকিব নামে একজন কলার।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলরুটের দিলপাশার রেল স্টেশনের পূর্বে কাছাকাছি স্থান থেকে সাকিব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে ফোন করে এর ব্যবস্থা নিতে বলেন। আরো পড়ুনঃ ৪৫ কেজি গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার

রোববার (২৬ নভেম্বর) জাতীয় জরুরি সেবা-৯৯৯ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটার কনস্টেবল সোহরাব আরাফাত। কনস্টেবল আরাফাত তাৎক্ষণিক রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ এবং রেল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরামতকারী দল রেললাইনের ফাঁকা অংশটুকু মেরামত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d