খেলা

সাকিবের ঢাকায় আসার ইস্যুতে সংবাদ সম্মেলনে যা বললেন তাসকিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশ দল চলে যায় কলকাতায়। তবে দলের সঙ্গে কলকাতায় না গিয়ে অধিনায়ক সাকিব আল হাসান আসেন ঢাকায়। হঠাৎ করে সাকিবের দেশে ফেরা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। শেষ পর্যন্ত জানা যায় কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিংয়ের ব্যাপারে পরামর্শ নিতেই ঢাকায় এসেছিলেন তিনি।

দুই দিনের সফর শেষে বৃহস্পতিবার রাতে ফের কলকাতায় দলের সঙ্গে যোগদেন বাংলাদেশ দলের অধিনায়ক। শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিবের ইস্যুতে কথা বলেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপের মাঝে দল রেখে সাকিবের দেশে ফেরার ব্যাপারটা কতটা নিয়মের মধ্যে থেকে? কতটা প্রয়োজনীয় ছিল? অধিনায়ক বলেই কি সাকিব বাড়তি সুবিধাটা পেলেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন। অন্য কিছু না। তিনি ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন।’

দলের সদস্যরা সাকিবের প্রশংসাই করছেন বলে জানান তাসকিন। তিনি বলেন, ‘আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।’

‘টিম স্পিরিট নিয়ে কোনো সমস্যা হয়নি। এটা দলের মধ্যে প্রভাবও তৈরি করেনি। সাকিব ভাই দেশে গিয়েছিলেন নিজের খেলার কিছু উন্নয়নের জন্যই। তিনি এখানে ফেরার পর আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছি। দলের অফিশিয়াল অনুশীলনের আগেই তো তিনি ফিরে এসেছেন।’ যুক্ত করেন এই তারকা পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d