সাজেকে জেএসএসর গুলিতে ইউপিডিএফ সদস্য আহত
বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যর অতর্কিত হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য মন্টু চাকমা (৫৫) গুলিতে আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মন্টু চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কারবারী পাড়ার বাসিন্দা। তিনি মৃত হেঙ্গীধন চাকমার ছেলে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের সদস্য নিরন চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফর কর্মীর ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে আরও বলা হয়, জেএসএস সন্তু গ বিফোর্স চাকমার নেতৃত্বে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজ পাড়ায় হানা দেয়। পরে সেখানে সাংগঠনিক কাজে থাকা ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার ওপর সশস্ত্র হামলায় চালায়। তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন। বিবৃতিতে অবিলম্বে হামলাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে।
মন্টু চাকমাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউপিডিএফ।
এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে জেএসএস সন্তু গ্রুপের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা দাবি করেন, এটি ইউপিডিএফ এর মনগড়া বক্তব্য। মন্টু চাকমা ইউপিডিএফের অন্ত-কোন্দলের শিকার।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।