সাতকানিয়ায় দলিল জালিয়াতি চক্রের হোতা গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় দলিল জালিয়াতির ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি মো. জহির উল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুন) ভোরে নগরীর খুলশী আমবাগান আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার মো. জহির উল্লাহ উপজেলার সাতকানিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়া এলাকার মরহুম আবদুল গফুর চৌধুরীর ছেলে।
মামলার বাদী মো. আমান উল্লাহ বলেন, আমার ছোট ভাই জহির উল্লাহ আমার নিজ নামে খরিদ করা জায়গার দলিলে তার নাম বসিয়ে ওই জায়গা আবার আরেকজনকে জালিয়াতি করে বিক্রি করে দেয় এবং আমাকে ওই জায়গায় গেলে সরাসরি মেরে ফেলার হুমকিও দেয়। এতবড় জালিয়াতির বিষয়ে আমি চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত চট্টগ্রাম জেলা সিআইডিকে তদন্ত করার আদেশ দেন। পরে সিআইডি তা তদন্ত করে সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। আদালত সেটি গ্রহণ করে সকল আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারপর থেকে আমার ছোট ভাই জহির উল্লাহ পলাতক ছিলেন।
সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোস্তাক আহমদ পূর্বকোণকে বলেন, জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে জহির উল্লাহ নামে এক আসামিকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।