সাতকানিয়ায় নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড
সাতকানিয়ায় পুলিশের অভিযানে বাংলা মদ ও গাঁজা এবং সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক এক নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এসময় নেশাগ্রস্ত অবস্থায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড, মির্জাখীল সাইরতলী পাড়ার মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ ওসমান গনি বাবু (১৯) কে আনুমানিক ৩০ গ্রাম গাঁজা, ২০০ মিলিলিটার বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।