সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে ইটভাটায় ডাকাতির অভিযোগ
সাতকানিয়ার কেরানিহাটে পুলিশ পরিচয় দিয়ে একটি ইটভাটার অফিসে ঢুকে ডাকাতি করার অভিযোগ ওঠেছে।
বুধবার (২৪ জানুয়ারি) ভোর আনুমানিক পাঁচটার দিকে তীব্র ঠান্ডা আর কুয়াশার মধ্যে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট গরুর বাজার সংলগ্ন ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারার্জ (এনবিএম) ব্রিকফিল্ড নামক ইটভাটায় উক্ত ডাকাতির ঘটনা ঘটে।
এনবিএম ব্রিকফিল্ডের নৈশপ্রহরী মোহাম্মদ শাহজাহান বলেন, পুলিশের লোক পরিচয়ে ইটভাটায় ঢুকে সবাইকে জিন্মি করে ১০/১৫ জনের ডাকাতদল, তাদের সকলের হাতে অস্ত্র ছিলো, কয়েকজন মুখোশ পরিহিত ছিলো, তাদের মধ্যে কয়েকজনকে উপজাতি বলে মনে হয়েছে। ৫/৬ জনের হাতে অস্ত্র থাকায় আমরা কাউকে কিছু করতে পারিনি।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিক তদন্ত শেষ করেছি এবং তদন্ত অব্যাহত আছে। এখনো পর্যন্ত মালিকপক্ষ কোন লিখিত অভিযোগ দেয়নি।