সাতকানিয়ায় পেঁয়াজের মজুদ ও দাম নিয়ে কারচুপি, জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পেঁয়াজের মজুদ ও দাম নিয়ে কারচুপির দায়ে পাঁচটি দোকানের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাজালিয়া স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এবং পেঁয়াজের মজুদ ও দাম নিয়ে কারচুপির দায়ে পাঁচটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ন্যায্যমূল্যে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, পেঁয়াজের মজুদ ও দাম নিয়ে কারচুপির দায়ে পাঁচটি দোকানের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।