বিনোদন

সাত মাস আগের বিয়ের খবর জানালেন আইরিন

সাত মাস আগেই বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী আইরিন আফরোজ। ২০২৩ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

জানা গেছে, তার বরের নাম মেহেদী হাসান চৌধুরী। তিনি পেশায় ব্যবসায়ী। গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

এ বিষয়ে আরও জানা গেছে, বিয়ের আগে প্রায় দেড় বছর প্রেম করেছেন তারা। পরিচয় তারও আগে। মূলত একটা কমন বন্ধু সার্কেলের মাধ্যমে তাদের পরিচয়৷ এরপর প্রেম ও বিয়ে।

পারিবারিকভাবেই হয়েছে আইরিনের বিয়ের আয়োজন। তবে আরো বড় পরিসরে বউভাত করার পরিকল্পনা রয়েছে দুজনেরই। তবে বিয়ের পরও কাজ করে যেতে চান আইরিন। কাজ করছেনও বলে জানান তিনি।

২০১৪ সালের দিকে টিভিসির মাধ্যমে বিনোদন মাধ্যমে পা রাখেন আইরিন আফরোজ। তারপর অভিনয় করেছেন অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে। উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘কলিং বেল’, ‘বকুলপুর’, ‘শারীরিক শিক্ষা’, ‘চার চক্কর’, ‘রঙের মানুষ ঢংয়ের খেলা’। একক নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘চোরে চোরে প্রেম’, ‘চুল পাকা’, ‘ছোট দেবর’, ‘অভাব’, ‘প্রেমপত্র’, ‘গ্যাঁড়াকল’, ‘বাবু’, ‘সাবলেট গুবলেট’, ‘তিন শব্দের মেসেজ’সহ বেশ কিছু নাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d