চট্টগ্রাম

সাত মিনিটে পতেঙ্গা থেকে আনোয়ারায় প্রধানমন্ত্রী

স্বপ্নের টানেল পাড়ি দিয়ে প্রথম যাত্রী হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপরই আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে জনসমাবেশে যোগ দিয়েছেন তিনি। আর এ যাত্রাপথে সময় লেগেছে কেবল সাত মিনিট।অথচ টানেল হওয়ার আগে পতেঙ্গা থেকে আনোয়ারায় আসতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো

কিন্তু সেটিকে সবেমাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে নামিয়ে আনতে পেরেছে এ সুড়ঙ্গ। তবে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সারতে ৭মিনিট ব্যয় হলেও টানেল পেরুতে সময় লাগবে মাত্র আড়াই থেকে তিন মিনিট

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে নগরের পতেঙ্গা প্রান্তে টানেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ফাঁকে ফাঁকে টানেল উদ্বোধনের অন্যান্য আনুষ্ঠানিকতাও শেষ করেন। এরপরই চলতে থাকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর। দুপুর ঠিক ১২টায় টানেলের আনোরায়া প্রান্তে এসে প্রথম টোল দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে গড়ে তোলার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে যুক্ত করবে এই সুড়ঙ্গপথ। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ আরও সহজ হবে। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে একটি নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য। চট্টগ্রাম বন্দরের সুযোগ-সুবিধা বাড়াতে এবং প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ ত্বরান্বিত করতেও এই টানেল ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d