সাফ অনুর্ধ্ব-১৯ ফাইনাল, সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভারত
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রতি বছরই সাফল্যের দেখা পায়। গত ৪ আসরে ৩ বার চ্যাম্পিয়ন ও ১ বার রানার্সআপ হয় বাঘিনীরা।
স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসর শুরু করা বাংলাদেশ এবার গ্রুপ পর্বের ৩ ম্যাচের সবকটিতে জয় পায়। গ্রুপ পর্বে নেপালকে ৩-১, শক্তিশালী ভারতকে ১-০ ও ভুটানকে ৪-০ গোলের বিশাল ব্যাবধানে হারিয়ে টেবিল টপার হিসেবে ফাইনালে ওঠে তারা। এখন পর্যন্ত ৪ গোল করে টুর্নামেন্টের লিডিং স্কোরার বাংলাদেশের সাগরিকা।
অপরদিকে ভুটানকে ১০-০ ব্যবধানে বিধ্বস্ত করে আসর শুরু করা ভারত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়। অবশ্য নেপালকে ৪-০ তে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে তারাও।