সাবেক স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ছড়িয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে সাবেক স্ত্রীর ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নাছের উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার নাছের ফটিকছড়ি থানার উখারা এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) বিকেলে ৪টায় নগরীর মির্জাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী নারীর সাথে নাছের উদ্দিনের বিয়ে হয়। বিয়ের একমাস পর স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পারেন স্ত্রী। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ২০১৯ সালের নাছের ওমান চলে গেলেও ভুক্তভোগীর সাথে যোগাযোগ রাখতেন। ২০২১ সালে দেশে ফিরে ফের তার সাথে সংসার শুরু করেন। সে সময় কৌশলে নাছের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখে। এক পর্যায়ে ভুক্তভোগী নারী শারীরিক নির্যাতনের শিকার হয়ে আদালতে গিয়ে নাছেরকে তালাক দেন। নাছের ফের ওমান ফিরে যান। পরে নাছের ওই নারীর নামে ফেসবুকে একাউন্ট খুলে তার ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করে। এমনকি তার কাছে সেসব ছবি-ভিডিও পাঠিয়ে টাকা দাবি করে।
তিনি আরও জানান, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পাঁচলাইশ থানায় ভুক্তভোগী নারী এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। এছাড়া তিনি র্যাবের কাছেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চলতি বছরের ১৯ ডিসেম্বর ফের নাছের ব্যক্তিগত মূহূর্তের বিভিন্ন ছবি ভিডিও মুছে ফেলার জন্য তাকে টাকা নিয়ে মির্জাপুল এলাকায় যেতে বলেন। বিষয়টি ভুক্তভোগী নারী র্যাবকে জানায়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় মির্জাপুল এলাকা থেকে নাছেরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮ কপি ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং অশ্লীল ভিডিও পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।