সিআরবিতে গাঁজার গাছ!
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের টাইগারপাস এলাকায় সহকারী প্রকৌশলী (সি.জি.ডি) কার্যালয়ের সীমানায় চাষ করা হয়েছে গাঁজার গাছ। সরকারি অফিসের ভেতরে প্রকাশ্যে মাদকদ্রব্য গাঁজার গাছ চাষ করা হলেও প্রশাসন অদৃশ্য কারণে নীরব।
অভিযোগ উঠেছে, মাদক কারবারিরা ওই অফিসের সামনে আস্তানা গেঁড়ে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হলেই সেখানে বেড়ে যায় বহিরাগতদের আনাগোনা। সহকারী প্রকৌশলীর অবহেলা ও রেলের কর্মচারীদের সহযোগিতায় চলছে এমন অপরাধমূলক কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টাইগারপাসস্থ সহকারী প্রকৌশলীর কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরেই লাগানো রয়েছে গাজার গাছ। সেখানে দায়িত্বে থাকা নাসির নামের একজনের সাথে কথা বলে জানা যায় নাসির সেখানে অস্থায়ী হিসেবে কর্মরত। গেটের দায়িত্ব থাকা চৌকিদার নাজিমের পরিবর্তে নাজিম নাসিরকে গেট পাহারা দেওয়ার দায়িত্ব দেয়া হয়। গাজার গাছের ব্যাপারে প্রশ্ন করা হলে সে কিছু জানে না বলে জানান।