সিআরবিতে বিদ্যুতের তার ছিড়ে মোটরসাইকেলে আগুন
চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় গাছের ডালের সঙ্গে বিদ্যুতের তার ছিড়ে পড়ে দুইটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে সিআরবি সাত রাস্তার মোড়স্থ মুক্তিযোদ্ধার ক্যান্টিনের পাশে এই আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটি গাছের শাখা ভেঙে পড়লে একটি প্রাইভেটকারের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে পড়লে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরে বিদ্যুৎ আসলে দেখা যায় পার্কিংয়ে থাকা একটি মোটরবাইক ও একটি স্কুটি জ্বলছে। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। কিন্তু তাদের গাছের শাখা ভেঙে পড়ার তথ্য থাকায় আগুন নির্বাপণের প্রস্তুতি ছিল না। পরে ফায়ার সার্ভিসের আগুন নির্বাপণের একটি টিম এসে রাত এগারোটার দিকে আগুন নেভায়।
এ তথ্যটি নিশ্চিত করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। সেখান থেকে জানানো হয়, সোমবার রাত সাড়ে দশটার দিকে আগুন লাগার তথ্য জানতে পেরে একটি ইউনিট পাঠানো হয়। তারা ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নির্বাপণ করে। আগুনটি বৈদ্যুতিক তার থেকে লেগেছে বলে জানা যায়।