সিডিএ জানে না ভবন মালিক কে!
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মোহাম্মদীয়া প্লাজার মালিক কে বা কারা জানেই না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)! মালিক খুঁজতে ভবনটির সামনে নোটিশ টাঙাবে সংস্থাটি। অথচ নিয়মনুযায়ী বৈধ-অবৈধ ভবনের তালিকা থাকার কথা সিডিএর কাছে।
অগ্নিকাণ্ডের পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। বুধবার (৩ জুলাই) ওই কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন তদন্ত কমিটির কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির কয়েকজন সদস্য বলছেন, ওই ভবনের মালিক সাতজন। একেকটি অংশের মালিক একেকজন। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কমিটির একজন সদস্য সিভয়েস২৪’কে বলেন, ‘আমরা শুধু জানতে পেরেছি আগুন লাগা ভবনের মালিক ৭ জন। তবে অংশ বিভাজনে মালিক একেকজন। আমরা এখনও কারোরই নাম-পরিচয় জানতে পারিনি। তাই আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে মালিকদের পাওয়া না গেলে ওই জায়গায় নোটিশ (বিজ্ঞপ্তি) টাঙিয়ে দিব। এছাড়া ভবনের নকশা নিয়ে দপ্তরে আসার জন্য সেখানে নোটিশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই মার্কেট এরিয়ার সড়ক বা চলাচলের পথ অনেকাংশে ছোট। অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার কোনো পথ নেই। পাশাপাশি দুজন মানুষ হেঁটে গেলে তাদের পার করে অন্য আরেকজন যাওয়ারও সুযোগ নেই।’
সময় নিচ্ছে তদন্ত কমিটি
গত শনিবার (২৮ জুন) ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিডিএ। পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার সময় নির্ধারণ করে সংস্থাটি। তবে তদন্ত কমিটি বলছে, আগামীকাল (বৃহস্পতিবার) শেষ দিন হলেও রবিবার (৭ জুলাই) তদন্ত রিপোর্ট জমা দিবেন কমিটির সদস্যরা।
তদন্ত রিপোর্ট জমা দিতে সময় বাড়ানোর কথা জানতে চাইলে কমিটির ওই সদস্য বলেন, ‘ভবনটির ওপরের অংশে খোলা জায়গা আছে। তারপরও শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা যাওয়ার বিষয়টি বোধগম্য নয়। সেই বিষয়টি আরো পর্যালোচনা করতে হবে। তাই রিপোর্ট জমা দেওয়ার জন্য আর কয়েক দিন সময় বাড়িয়ে নেওয়া হয়েছে।’
গত ২৭ জুন দিবাগত রাতে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া মার্কেটে আগুন লাগার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ২৯ জুন (শনিবার) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের নির্দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় সংস্থার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— উপযুক্ত প্রতিনিধি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হক এবং সদস্য সচিব অথরাইজড অফিসার-২ মো. তানজিব হোসেন।