সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রায় দেড় ঘণ্টা পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এর আগে, সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ আগস্ট থেকে ঢাকার এই হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। এরমধ্যে একাধিকবার তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে আবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
সাবেক এ প্রধানমন্ত্রীর ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতিতে গত অক্টোবরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছিলেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা।