চট্টগ্রামসীতাকুণ্ড

সীতাকুণ্ডে চার ঘণ্টার ব্যবধানে দুজন খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চার ঘণ্টার ব্যবধানে দুটি খুনের ঘটনা ঘটেছে; এর একটি রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ও অপরটি রাত সাড়ে ১০টার দিকে।

উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে রোববার বিকেলে হত্যাকাণ্ডের শিকার হন নুর মোস্তফা বজল (৫০) নামের এক ব্যক্তি। তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চিহ্নিত ডাকাত ও তার দলবল।

অন্যদিকে রোববার রাতে সাড়ে ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা গ্রামে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন কুলিং কর্নার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন (৫৬)।

জানা যায়, লালানগর গ্রামের বাসিন্দা চিহ্নিত ডাকাত বহু মামলার আসামি তৌহিদুল ইসলামের সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল নুর মোস্তফা বজলের। রোববার বিকেলে বজলকে সামনে পেয়ে আক্রমণ করে বসে তৌহিদ। তৌহিদ বজলের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কবজি পুরোপুরি কেটে নিয়ে পরপর কয়েকটি গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুর মোস্তফা বজল বজল ওই এলাকার পশ্চিম লালনগরের গ্রামের মুজিবুল হকের পুত্র।

সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৮টি মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে সে বজলকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এদিকে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি শীতলপুর বাজার দোকান থেকে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কুলিং কর্নার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন। একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বিএসবি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা দিকে মৃত ঘোষণা করেন।

হতভাগ্য আলমগীর ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে তার।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, আলমগীরকে দোকান থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d