চট্টগ্রামসীতাকুণ্ড

সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিতে ধরা ৫

ডাকাতির সব সরঞ্জামি প্রস্তুত। রাখা আছে ডাকাতি শেষে মালামাল নিয়ে পালানোর পিকআপও। তবে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি, তার আগেই পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে।

রবিবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ জব্দের পাশাপাশি ৫টি ছুরি, ৬ টি লোহার রড ও ৩টি পাইপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকাতরা হলেন, সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকার বাসিন্দা ইমরান হোসেন (২৫), একরাম হোসেন জনি (২৬), একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা আবুল বশর (৪২), চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকার বাসিন্দা মো. আজিজ (২৭) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা মো. শফিক (৫২)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গভীর রাতে মহাসড়কের ছোট কুমিরা এলাকায় সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছেন বলে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। গ্রেপ্তার পাঁচ ডাকাতের বিরুদ্ধে ডাকাতি,চুরি,মারামারিসহ নানা অপরাধের ঘটনায় আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের ডাকাতি প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d