চট্টগ্রাম

সীতাকুণ্ডে দুদিনে পাঁচ ঘণ্টা বন্ধ মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে মঙ্গল ও বুধবার আড়াই ঘণ্টা করে যানবাহন চলাচল বন্ধ থাকবে। উপজেলার সলিমপুর ইউনিয়নের পাকা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের স্থানে গ্যান্ট্রি সাইন পোস্ট স্থানান্তরের জন্য দুদিনে মোট পাঁচ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকবে। এ দুদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখবে সওজ।

সড়ক জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম সড়ক বিভাগের অধীনে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম -কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ২৩৩ তম কিলোমিটারে সীতাকুণ্ডের পাকা রাস্তার মাথা নামক স্থানে একটি ইউটার্ন নির্মাণের কাজ চলমান রয়েছে। ইউটার্ন নির্মাণের স্থানে দুই পোল বিশিষ্ট একটি গ্যান্ট্রি সাইন পোস্ট রয়েছে। পোস্টটি এই স্থান থেকে ৩০০ মিটার দক্ষিণে স্থানান্তর করা হবে। কাজ করার সময় দুর্ঘটনা ঝুঁকি বিবেচনা করে মঙ্গলবার ও বুধবার ভোর ৫টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত উভয়মুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে।

সওজের চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘নির্মানাধীন ইউটার্ন ও গ্যান্ট্রি সাইন পোস্ট স্থানান্তরের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়ক বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট দপ্তর গুলোতে চিঠি দিয়ে জানানো হয়েছে।’

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘ভোরের দিকে যানবাহনের সংখ্যা একটু কম থাকে। তবুও সময় যেন বেশি না লাগে সেজন্য লোকবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করতে সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d