চট্টগ্রামসীতাকুণ্ড

সীতাকুণ্ডে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ণে কর্মশালা

সীতাকুণ্ডে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এনজিও সংস্থা আনন্দ ও সিপ’ এর আয়োজনে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আনন্দ ও সিপের মনিটরিং কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় দুর্যোগ কী ও কেন হয়, দুর্যোগের ঝুঁকি হ্রাসে করণীয় এবং দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কনসালটেন্ট রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার এম এ কুদ্দুস, দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার বাইজিদুল ইসলাম। কর্মশালায় সাংবাদিক, তিনজন সংরক্ষিত নারী ইউপি সদস্য, ৯ ওয়ার্ডের ইউপি সদস্যরা, মসজিদের ইমাম এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d