সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শওকত হোসেন (৩২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শওকত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাঘাইকান্দি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বাড়ি মুন্সিগঞ্জ হলেও তারা পরিবার নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে বসবাস করে। শওকতের সঙ্গে তার প্রতিবেশী মান্নানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। বিরোধের জের ধরে ২০১৮ সালের এপ্রিলে আসামি কয়েকজন সহযোগীসহ মিলে মান্নানকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ওই বছরের ২১ এপ্রিল রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানায় মামলা হয়। ঘটনার পর থেকে শওকত আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি শওকতকে গ্রেপ্তার করা হয়। শওকতের বিরুদ্ধে কাপ্তাই থানার আরেক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয় বলে জানিয়েছে র্যাব।