সীতাকুণ্ডে ৫০ হাজার মিটারের চরঘেরা জাল জ
সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড উপজেলার কুমিরা উপকূল এলাকার ঘাট ও ভাটিয়ারী উপকূল এলাকায় কম্বিং অভিযান চালিয়ে ৫০ হাজার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর এবং কুমিরা কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কুমিরা থেকে ভাটিয়ারী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে এ সময়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড়া জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।
জব্দকৃত জাল কুমিরা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম খালেদ।