সীমান্তে গোলাগুলির শব্দ, সরিয়ে নেওয়া হলো ২০ পরিবার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমার অংশে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। এতে সীমান্ত বসবাসকারী ২০ পরিবারকে নিরাপদে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে।
তুমব্রু সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দা শহিদুল মিয়া জানান, সকাল থেকে সীমান্তে আবারও গুলিবর্ষণ হচ্ছে। আজকে গুলির শব্দ বেশি পাওয়া যাচ্ছে। মর্টার শেলের আওয়াজের মতো মনে হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন, ‘তুমব্রু সীমান্তে রাখাইনে গোলাগুলি খবর স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে জেনেছি। এ বিষয়ে আমাদের সীমান্ত বাহিনী কাজ করছে। সীমান্ত বসবাসকারী ২০ পরিবারকে নিরাপদে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সেখানে বসবাসকারীদের আতঙ্কিত না হতে বলা হচ্ছে।’
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি মর্টার শেল ও গোলা বাংলাদেশে এসে পড়েছিল। তখন ঢাকাস্থ মিয়ানমার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো‘কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।