চট্টগ্রাম

সুন্দর পরিবর্তন আনছে ছাত্ররা, দেশের এটাই প্রয়োজন : চট্টগ্রামের এসপি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহ বলেছেন, আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা যেভাবে সুন্দর একটি পরিবর্তন আনছে, তা আমাদের দেশে খুবই প্রয়োজন ছিল। তিনি রাস্তাঘাটে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শিক্ষার্থীদের প্রশংসাও করেন।

রবিবার দুপুরে হাটহাজারী মডেল থানায় যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলকে এসব কথা বলেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ। এসময় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উক্ত প্রতিনিধি দল সাক্ষাৎ করে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন উপস্থিত ছিলেন। সভার শুরুতে আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সমন্বয়কদের প্রতিনিধিরা জানান, তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন এবং কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী যাতে ব্যবসায়িদের ক্ষতি করতে না পারে সেদিকে নজর রাখছেন। তারা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কোনো উপজেলায় কোনো সমন্বয়কারী নেই, সবাই প্রতিনিধি। কেউ যদি সমন্বয়কারী পরিচয় দেয় সেটা সঠিক নয়।

এছাড়া, ছাত্ররা প্রশাসনের কোনো অফিসারের সাথে যোগাযোগ না করে কোথাও কোনো অভিযান বা বাজার তদারকি ইত্যাদি কাজ করতে পারবে না এবং আজ থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র ছাড়া স্কুলের ছাত্ররা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারবে না। তারা উপজেলা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবিও জানান।

সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান, হাটহাজারী সরকারী কলেজ অধ্যক্ষ জাহিদ মাহমুদ, হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল এবং সংবাদকর্মী ন ম জিয়া, মো. আলী ও বোরহান উদ্দিন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সিহাব হাসান চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মো. শওকত আকবর (সাউদার্ন ইউনির্ভার্সিটি), মোহাম্মদ শরীফ হোসেন (ন্যাশনাল পলিটেকনিক), নাফিজা সুলতানা অমি (ওমর গণি এম ই এস কলেজ), রবিউল হাসান শফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ওমর ফারুক নয়ন (হাটহাজারী সরকারী কলেজ), সুলতানুল আরেফিন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং মোহাম্মদ জয়নুল আবেদীন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, কৃষি অফিসার আল মামুন সিকদার, সহকারী শিক্ষা অফিসার তাসলিমা আক্তার কাকলী, উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভা শেষে তারা হাটহাজারী মডেল থানায় গিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d