সূর্য সেনের জন্মভিটির স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি
ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ১৩০তম জন্মবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে রাউজানে।
শুক্রবার (২২ মার্চ) সূর্য সেনের জন্মভিটির স্মৃতিসৌধ, রাউজান কলেজ সংলগ্ন মাস্টারদার আবক্ষমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নোয়াপাড়ায় মাস্টারদার জন্মভিটির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত। এ সময় উপস্থিত ছিলেন দীপঙ্কর তালুকদার, বিশ্বজিৎ পালিত, খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শোভন সেনগুপ্ত প্রমুখ।
উপস্থিত নতুন প্রজন্মকে মাস্টারদা সূর্য সেনের বিপ্লবের ইতিহাস তুলে ধরে তাঁর স্মৃতি ধরে রাখার আহ্বান জানান সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত।
রাউজান কলেজ সংলগ্ন মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ৭ নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, প্যানেল মেয়র সমীর দাশগুপ্ত, কাউন্সিলর শওকত হাসান, জানে আলম, আওয়ামী লীগের সদস্য সুমন দে, যুবলীগ নেতা তপন দে, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন প্রমুখ। শ্রদ্ধা জানান রাউজান সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও