সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ছাতা বিতরণ
তীব্র তাপদাহে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’এর উদ্যোগে চলমান শরবত বিতরণ কর্মসূচির পাশাপাশি শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিরতণ করা হয়েছে। বুধবার (১ মে) নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল থেকে ট্রাস্টের উদ্যোগে নগরীর বহদ্দারহাট চত্বর ও মুরাদপুর মোড়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম তাপদাহ চলা পর্যন্ত অব্যাহত থাকবে।
এছাড়াও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বি.বাড়িয়া, ফটিকছড়ি উপজেলা, চন্দনাইশ উপজেলা, পটিয়া উপজেলা, রাউজান উপজেলা, হাটহাজারী উপজেলা, কর্ণফুলী উপজেলা, বোয়াখালী উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে এ পর্যন্ত আড়াই লক্ষাধিক মানুষের মাঝে শরবত ও ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়।