আন্তর্জাতিক

সোমালিয়ান জলদস্যুদের দখলকৃত জাহাজ থেকে ১৭ নাবিক উদ্ধার

দীর্ঘ ৪০ ঘণ্টার অভিযান শেষে সোমালিয়ান জলদস্যুদের দখলকৃত মাল্টিজ পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন থেকে ১৭ নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।

শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সোমালিয়ার উপকূলে একটি বাল্ক ক্যারিয়ার দখল করে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে তাদের উদ্ধার করে। খবর ডিডাব্লিউ’র।

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে, ৪০ ঘণ্টার সফল অভিযানে ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং ১৭ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকৃত ওই নাবিকেরা নিরাপদ আছেন বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১৪ ডিসেম্বর মাল্টিজ পতাকাবাহী রুয়েন কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। ধারণা করা হচ্ছে, এই জাহাজ ব্যবহার করেই বাংলাদেশি জাহাজ এমভি এমভি আব্দুল্লাহ ছিনতাই করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d